কাল নির্ধারণ হবে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির তারিখ | Daily Chandni Bazar কাল নির্ধারণ হবে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির তারিখ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯ ১৯:৩৪
কাল নির্ধারণ হবে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির তারিখ
অনলাইন ডেস্ক

কাল নির্ধারণ হবে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির তারিখ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বেশ ভালো বলে জানিয়েছেন মন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের। তিনি আরো জানান, আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাইপাস সার্জারির তারিখ নির্ধারণ করা হবে। 

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আবু নাছের গণমাধ্যমকে জানান, ‘সোমবার (১৮ মার্চ) সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটা-চলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন। নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা তারও খোঁজ নেন তিনি।’

তিনি আরো বলেন, ‘সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা বুধ নাকি বৃহস্পতিবার তার বাইপাস সার্জারি করবেন তা জানানো হবে।’