নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ফখরুলের নিন্দা | Daily Chandni Bazar নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ফখরুলের নিন্দা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯ ১৬:১৩
নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ফখরুলের নিন্দা
অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসে ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ফখরুলের নিন্দা

নেদারল্যান্ডসের উট্রাখ শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই রক্তাক্ত সন্ত্রাসী হামলা কাপুরুষোচিত। অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীরা মানবজাতি ও সভ্যতার শক্র। দেশে দেশে সন্ত্রাসবাদীদের রক্তাক্ত উত্থান মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে উগ্রবাদীরা তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে। এদের আক্রমণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে।