ইরানে উট থেকে পড়ে আহত অনন্ত জলিল | Daily Chandni Bazar ইরানে উট থেকে পড়ে আহত অনন্ত জলিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯ ১৬:১৩
ইরানে উট থেকে পড়ে আহত অনন্ত জলিল
অনলাইন ডেস্ক

ইরানে উট থেকে পড়ে আহত অনন্ত জলিল

শুটিং করতে গিয়ে উট থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়ক অনন্ত জলিল। নিজের প্রযোজিত ও অভিনীত ছবি ‘দিন দ্য ডে’ শুটিংয়ে এই ঘটনা ঘটে।

ইরানের হেরাতে অবস্থিত মরুভূমিতে উঠের পিঠে উট শুটিং করছিলেন তিনি। সেখানেই উটের পিঠ থেকে পড়ে গিয়ে আহত হন নায়ক।

ছবির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অসুস্থ শরীর নিয়েই বাংলাদেশে চলে আসেন তিনি। তবে দেশে ফেরার পর তার বুকের ব্যথা আরও প্রকট আকার ধারণ করে। এরপর তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন। 

 

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্য ডে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত। ২৭ ফেব্রুয়ারি থেকে ইরানে ছবিটির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ