বিশ্বকাপের আগে রশিদ খানের হুঙ্কার | Daily Chandni Bazar বিশ্বকাপের আগে রশিদ খানের হুঙ্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯ ১৭:৫৫
বিশ্বকাপের আগে রশিদ খানের হুঙ্কার
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে রশিদ খানের হুঙ্কার

আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান কাউকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলটির স্পিন কিং রশিদ খান। উঠতি ক্রিকেট জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া আফগানিস্তান প্রথম টেস্ট জয়ের পর এ কথা বলেন খান।

সংক্ষিপ্ত ভার্সনে বিশ্বের অন্যতম শীর্ষ বোলার খান বলেন, কেবলমাত্র দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডকে হারানোর পর আফগানিস্তানের আত্মবিশ্বাস বেড়ে গেছে।

টি-২০ বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ এবং ৫০ ওভার ফর্মেটের তৃতীয় স্থানে থাকা ২০ বছর বয়সী রশিদের ৮২ রানে ৫ উইকেট শিকারের সুবাদে আরেক নবাগত আয়ারল্যান্ডকে দেরাদুন টেস্টে পরাজিত করে আয়ারল্যান্ড।

 

এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের মেধা আছে, আমাদের দক্ষতা আছে।’

রশিদ খান বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে এ জয় আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। জনগণ টি-২০ ও ওয়ানডের চেয়ে টেস্ট ক্রিকেটকে বেশি ভালোবাসতে শুরু করবে।’

আগামী ২৩ মার্চ শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০১৯ আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ভাল করার বিষয়ে আত্মবিশ্বাসী খান বলেন, আফগানিস্তানের ক্রিকেটারদের এখন দরকার কেবলমাত্র আত্মবিশ্বাস