রাশিয়া বিশ্বকাপের অন্যতম চমক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার পায়ের জাদুতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। এবার তাকে নিয়ে মুখ খুললেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো।
এই মুহূর্তে ফুটবলের দল বদলের বাজারে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কে? এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন এমবাপ্পের কথা। আর সেটার কারণ হিসেবে উল্লেখ করেছেন এমবাপ্পের বয়স। এখন তার যে বয়স তাতে একটা সময় সে রোনালদো ও মেসিওকে ছাড়িয়ে যেতে পারবে।
এ ব্যাপারে মরিনহো বলেন, ‘আমরা যখন ভবিষ্যত নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই যে এমবাপ্পে পাঁচ কিংবা দশ বছর পর কেমন মানের খেলোয়াড় হবে। এখনই সে এক কথায় অবিশ্বাস্য। একটা আর্থিক পর্যায়ে বয়সটা মানদণ্ড হয়ে দাঁড়ায়। সেই হিসেবে আমি মনে করি বর্তমান বিশ্বে এমবাপ্পে সবচেয়ে দামি খেলোয়াড়। আর তার সম্ভাব্য দল বদলের কথা চিন্তা করলে সে হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার।’