শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবির গান ‘প্রেমের রাজা’ প্রকাশ করা হয়েছে ইউটিউবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভ টেকনোলজিতে গানটি প্রকাশ করা হয়। সেখানে শাকিব খানের সঙ্গে নাচতে দেখা যায় দুই নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলাকে।
গানটি প্রকাশের পর থেকে দুই নায়িকার নাচ নিয়ে নানা মন্তব্য আসছে ইউটিউবে। কারো মতে, নুসরাত ফারিয়া অনেক ভালো নেচেছেন শাকিব খানের সঙ্গে, অন্যদিকে কেউ কেউ মনে করছেন নতুন মেয়ে হিসেবে ভালোই করেছেন রোদেলা।
‘প্রেমের রাজা’ গানটি গেয়েছেন ইমরান ও কনা। গানটি লিখেছেন কলকাতার প্রসেনজিৎ, গানটির সংগীতায়োজন করেছেন ডাব্বু। কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।
‘শাহেনশাহ’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। এ ছাড়া আছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ