পারিবারিক গল্প নিয়ে নির্মাতা ইমরাউল রাফাত একটি নাটক নির্মাণ করেছেন। নাম ‘আমরা দুই ভাই দুই বোন’। নাটকটি লিখেছেন নির্মাতা নিজেই।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, ফখরুল বাশার মাসুম, ফরহাদ লিমন, টুটুল চৌধুরী, রিমি করিম, শ্রাবন্তী অধিকারী, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ।
নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। ইমরাউল রাফাত বলেন, ‘একটা পরিবারের গল্প এখানে আছে। আশা করছি, সবার ভালো লাগবে।’
‘আমরা দুই ভাই দুই বোন’-এর গল্পে দেখা যাবে, রফিক চৌধুরীর এক ছেলে ও দুই মেয়ে। এ ছাড়া তার আরো একজন পালক পুত্র আছে। তার নাম সোহাগ। কর্মব্যস্ততা আর পড়াশোনার কারণে রফিক সাহেবের ছেলেমেয়েরা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। স্ত্রী বিগত হওয়ার পর থেকে রফিক সাহেব আর সোহাগ বিশাল এই বাড়িতেই থাকে। একদিন হঠাৎ করেই রফিক সাহেব অসুস্থ হয়ে পড়লে সোহাগ ছাড়া কাউকেই সেভাবে পাশে দেখা যায় না। একদিন রফিক সাহেব তার সব ছেলেমেয়েকে জরুরি ভিত্তিতে বাড়িতে ডাকেন। কিন্তু কেন?