২৫ বলে সেঞ্চুরি | Daily Chandni Bazar ২৫ বলে সেঞ্চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯ ১৬:৩৭
২৫ বলে সেঞ্চুরি
অনলাইন ডেস্ক

২৫ বলে সেঞ্চুরি

ক্রিকেট মানেই রেকর্ড। তবে বাইশ গজের ক্রিজে মাঝে মাঝে এমই কিছু ঘটনা ঘটে যায় যা চমকে দেয় পুরো ক্রিকেট বিশ্বকে। দুবাইতে বৃহস্পতিবার এমনই একটি ঘটনা ঘটেছে। সারের ব্যাটসম্যান উইল জ্যাক ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে টি-টেন ম্যাচে ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ম্যাচটি যদিও ছিল প্রস্তুতি ম্যাচ, কিন্তু ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছেন জ্যাক। যা পেশাদার ক্রিকেটে প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে ২৫ বলে হাঁকানো প্রথম সেঞ্চুরি। তবে এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে না।

সেঞ্চুরির পথে জ্যাক ১১টি ছক্কা হাঁকান। তার মধ্যে ল্যাঙ্কাশায়ারের স্টিফেন পেরির এক ওভারেই হাঁকান ছয় ছক্কা। পেরি ওই ওভারে দেন ৩৭ রান! এগারোটি ছক্কার পাশাপাশি ৮টি চারের মারও মেরেছেন জ্যাক। ৩০ বলে তার করা ১০৫ রানের ইনিংসে ভর করে সারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে।

 

এমন ঝোড়ো ইনিংস খেলার পর জ্যাক বলেছেন, ‘সবাই বলাবলি করছিল যে এই মাঠে গড় রান ১২০ থেকে ১৩০। তাই মজা করে আমি চেষ্টা করছিলাম। আমি আসলে সেঞ্চুরির বিষয়টি নিয়ে ভাবিনি। তবে ৯৮ হওয়ার পর সেঞ্চুরির বিষয়টি মাথায় এসেছে। এটা আসলে খুবই দ্রুত ঘটেছে।