বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির ইনিংস শুরু গৌতম গাম্ভীরের | Daily Chandni Bazar বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির ইনিংস শুরু গৌতম গাম্ভীরের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯ ১৭:৫৮
বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির ইনিংস শুরু গৌতম গাম্ভীরের
অনলাইন ডেস্ক

বিজেপিতে যোগ দিয়ে রাজনীতির ইনিংস শুরু গৌতম গাম্ভীরের

ভারতে লোকসভার নির্বাচনের ঠিক আগে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি এবং আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান।

পরে সংবাদ সম্মেলন করে গাম্ভীর জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে প্রভাবিত হয়েছি, দেশের জন্য তার দৃষ্টিভঙ্গি আমাকে ভাবিয়েছে। ক্রিকেটে আমি সবকিছু করেছি। এখন দেশের হয়ে আমার কিছু করার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।

বিজেপিতে নাম লিখিয়েই দলের সভাপতি অমিত শাহের সাথেও দেখা করেন গম্ভীর।

 

সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির কোন আসন থেকে বিজেপির প্রার্থী হতে পারেন গাম্ভীর। সেক্ষেত্রে তার জন্য নতুন দিল্লি কেন্দ্রটি ছেড়ে দেওয়া হতে পারে। গম্ভীর এই লোকসভা কেন্দ্রের অধীন রাজিন্দর নগরের বাসিন্দা। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক বিজেপির মীনাক্ষি লেখি।

যদিও অর্থমন্ত্রী অরুন জেটলি নির্বাচনে লড়াই করার বিষয়টি খারিজ করে দিয়ে বলেছেন দলই তার দক্ষতাকে যথাসম্ভব ব্যবহার করবে। 

বেশ কিছুদিন ধরেই গম্ভীরের রাজনীতিতে যোগদানের বিষয়ে জল্পনা চলছিল। আর প্রতিবারই তা অস্বীকার করেছিলেন এই সাবেক ক্রিকেটার।