ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন | Daily Chandni Bazar ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯ ১৯:২৫
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর
ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন
অনলাইন ডেস্ক

ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যারা মামলা মোকাদ্দমায় ভয় পান তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। যারা ভয় পান না আগামী দিনে তারাই দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ৩০ ডিসেম্বরে নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কেননা এখন বিএনপি নয়, গোটা দেশের মানুষের ওপর দুঃশাসন চলছে। এটা থেকে রক্ষা পেতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তাই আমি বলবো, ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন।

তিনি বলেন, মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো যারা মামলা মোকাদ্দমা উপেক্ষা করে রাজপথে থেকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করবে তাদের দায়িত্ব দেন।

এরপর অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান মির্জা ফখরুল।