আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার | Daily Chandni Bazar আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:১২
আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার
অনলাইন ডেস্ক

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সুরেশ রায়না। আইপিএলের দ্বাদশ আসরের প্রথম ম্যাচে গতকাল শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের এই তারকা।

জাঁকজমক এই ফ্র্যাঞ্চাইজি লিগে ১৭৭ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত রায়নার সংগ্রহ ৫০০৪ রান। ব্যাটিং গড়- ৩৪.২৭। তার পরেই আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ১৬৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি, ৩৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.১০ গড়ে কোহলির সংগ্রহ ৪৯৫৪ রান।

চলমান টুর্নামেন্টেই আইপিএলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক কোহলি যে স্পর্শ করবেন, তা প্রায় নিশ্চিতই।১৭৩ ম্যাচে ৪৪৯৩ রান নিয়ে তৃতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রায়নার এই রেকর্ডের দিনে দারুণ জয় দিয়ে আইপিএল শুরু করেছে চেন্নাই সুপার কিংস।