১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ | Daily Chandni Bazar ১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:১৭
১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ
অনলাইন ডেস্ক

১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ

মাত্র ১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের ফাহাদ রহমান। গতাল শনিবার ঢাকায় শেষ হওয়া বিশ্বকাপ দাবার বাছাইয়ের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এ কৃতিত্ব দেখাল এ ফিদে মাস্টার। 

জানা গেছে, ফাহাদ ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জিতেছেন। আর এই শিরোপা জয়ের মধ্যে দিয়ে আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দাবায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফাহাদ রহমান। 

আরো জানা গেছে, বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মাস্টারের খেতাবও অর্জন করেছেন এ ফিদে মাস্টার।

চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় ফাহাদ রহমান বলেছেন, ‘আমি সেরা তিনজনের মধ্যে থাকতে পারবো সে আত্মবিশ্বাস ছিল। অষ্টম রাউন্ডে রাকিবের বিরুদ্ধে জয়টাই আমাকে অনেক এগিয়ে এনেছিল। আমি বিশ্বকাপেও ভালো করতে চাই।’