ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:২৭
ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দেশটির উপকূলীয় শহর টেরনেট থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ  ভূকম্পনের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ‘রিং অব ফায়ার’ এ অবস্থানের কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে দেশটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই হাজার ২০০ জনের প্রাণহানি হয়েছিলো। সেসময় নিখোঁজ ছিলো প্রায় এক হাজার মানুষ।