‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে ফ্রান্সের রাজপথে সেনাবাহিনী | Daily Chandni Bazar ‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে ফ্রান্সের রাজপথে সেনাবাহিনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:৩২
‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে ফ্রান্সের রাজপথে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক

‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে ফ্রান্সের রাজপথে সেনাবাহিনী

ফরাসি সরকার ‘হলুদ জ্যাকেটধারীদের’ ঠেকাতে শনিবার পুলিশের সঙ্গে রাজপথে সেনাবাহিনীও নামিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার প্যারিসের বিভিন্ন স্থানে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

এদিকে, গত সপ্তাহে চ্যাম্পস এলিসি এলাকায় বিক্ষোভকালে সেখানে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুর করা হয়। এরপরই সরকার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নামানোর সিদ্ধান্ত নেয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সেন্টিনেল’।