২৫ মার্চের কালোরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ | Daily Chandni Bazar ২৫ মার্চের কালোরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:৩৭
২৫ মার্চের কালোরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’
অনলাইন ডেস্ক

২৫ মার্চের কালোরাত স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

২৫ মার্চের ভয়াল কালোরাতকে স্মরণ করে প্রতি বছরের মতো এ বছরও দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘লালযাত্রা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে আগামীকাল ২৫ মার্চ  বিকেল সাড়ে ৫টায় একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত।

এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লাল যাত্রা। ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দের।

রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালোরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল - হরেক রঙের ফুল। দীর্ঘ কালোরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়।’

প্রাচ্যনাটের প্রচার সম্পাদক শশাঙ্ক সাহা এই আয়োজনটিতে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘প্রতিবারের মতোই এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন, এটাই প্রত্যাশা করি।’

নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।