বিরোধীদলীয় উপনেতা রওশন, প্রজ্ঞাপন জারি | Daily Chandni Bazar বিরোধীদলীয় উপনেতা রওশন, প্রজ্ঞাপন জারি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯ ১৫:০২
বিরোধীদলীয় উপনেতা রওশন, প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক

বিরোধীদলীয় উপনেতা রওশন, প্রজ্ঞাপন জারি

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ।

রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হলেও সংসদ সচিবালয় তা প্রকাশ করে আজ সোমবার।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এমপির (রংপুর-৩) ২৩ শে মার্চ তারিখে পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (লালমনিরহাট-৩) পরিবর্তে ময়মনসিংহ-৪ হতে নির্বাচিত সংসদ সদস্য বেগম রওশন এরশাদকে ‘বিরোধীদলীয় উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ মোতাবেক জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দান করিলেন।’

উল্লেখ্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে। কিন্তু তাকে এক সাংগঠনিক নির্দেশে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে তাকে অপসারণ করা হয়