কোটি ভোটে পরাজিতকে নেতা মানলাম কেন: শাহ মোয়াজ্জেম | Daily Chandni Bazar কোটি ভোটে পরাজিতকে নেতা মানলাম কেন: শাহ মোয়াজ্জেম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯ ১৫:০৫
কোটি ভোটে পরাজিতকে নেতা মানলাম কেন: শাহ মোয়াজ্জেম
অনলাইন ডেস্ক

কোটি ভোটে পরাজিতকে নেতা মানলাম কেন: শাহ মোয়াজ্জেম

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বের কড়া সমালোচনা করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তবে বক্তব্যের সময় ড. কামালের নাম উচ্চারণ করেননি তিনি।

শাহ মোয়াজ্জেম বলেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি ভোটের ব্যবধানে হেরেছিলেন আমরা তাকে নেতা মানলাম। কেন, মির্জা ফখরুল কী দোষ করেছিলেন? তাকে নেতা মানলাম না কেন?

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

 

দলের সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শাহ মোয়াজ্জেম বলেন, আমি স্বাধীনতার ইতিহাস জানি। সেই সময়ে ভারতে আমরা সব চলে গেলাম। এনটায়ার কেবিনেট চলে গেল। গভর্নর হাউসে ইয়াহিয়া খানের সঙ্গে কথা বলার সময়ে যে ব্যক্তি ছিল সর্বক্ষণ, সে গেল না।

একাদশ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন শাহ মোয়াজ্জেম।

তিনি বলেন, কেন এই নির্বাচনে আমরা গেলাম। কথা হলো নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু তা তো হলো না। দলীয় সরকারের অধীনেই হলো। কথা হলো খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না, কিন্তু খালেদা জিয়া ছাড়া আমরা নির্বাচনে গেলাম। কেন এ অবস্থা হলো? কেন আজও খালেদা জিয়া জেলে? কেন একটা দাবিও সরকার মানল না