একটা চিবানো চুইং গাম'র দাম সাড়ে ৩ কোটি টাকা, কেন? | Daily Chandni Bazar একটা চিবানো চুইং গাম'র দাম সাড়ে ৩ কোটি টাকা, কেন? | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯ ১৫:৩১
একটা চিবানো চুইং গাম'র দাম সাড়ে ৩ কোটি টাকা, কেন?
অনলাইন ডেস্ক

একটা চিবানো চুইং গাম'র দাম সাড়ে ৩ কোটি টাকা, কেন?

ইংল্যান্ডে একটা চিবানো চুইং গামের দাম উঠল প্রায় সাড়ে তিন কোটি টাকা। চিবিয়ে ফেলা সেই চুইং গামের মালিক কে জানেন? স্যার আলেক্স ফার্গুসন। চুইং গাম চিবোতে চিবোতে সাইড লাইন ধরে পায়চারি করছেন স্যার, এমন দৃশ্যই ব্রিটিশ ফুটবলে যেন চিরকালীন। 

এহেন আলেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের শেষ ম্যাচটা খেলেছিল ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র হয়েছিল। ফলাফল ছিল ৫-৫। আর সেই ম্যাচের সময় টেনশনে ফার্গুসন যে চুইং গাম চিবিয়েছিলেন, সেটি এক ভক্ত সংগ্রহ করে রেখেছিলেন। 

এবার সেটিকেই সম্প্রতি নিলামে তোলা হয়। যা বিক্রি হয় প্রায় ৩ লক্ষ ৯০ হাজার পাউন্ডে। টাকার হিসাবে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ফার্গির ফেলে দেওয়া চুইংগামের টুকরো কুড়িয়ে কোটিপতি হয়ে গেলেন ওই ম্যান ইউ ফ্যান। যদিও পুরো টাকাটা তিনি দিয়ে দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনে। তবে একটা চিবানো চুইংগামের দাম শুনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। কেউ কেউ বিদ্রূপও করছেন৷