ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ | Daily Chandni Bazar ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৬:১৬
ধারাবাহিক নাটক ‘মান অভিমান’
অনলাইন ডেস্ক

ধারাবাহিক নাটক ‘মান অভিমান’

মধ্যবিত্ত পরিবারের রানুকে ভালোবাসে শিল্পপতি রাহাত। সম্পর্কটায় বাধা হয়ে দাঁড়ায় রাহাতের বিত্তশালী বন্ধু ফরহাদ। দাম্ভিক ফরহাদের মতে, গরীব আর ধনীর ভালোবাসা নাটক সিনেমায় মানালেও বাস্তবে অসম্ভব। আর রানুর বোন বীথি বিশ্বাস করে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। একদিন সেই বীথিরই প্রেমে পড়ে যায় ফরহাদ। 

জেন অস্টেন রচিত 'প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। রাজু খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা সহ আরও অনেকে। 

প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় দীপ্ত টেলিভিশনে।