ভাসানচরে রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না | Daily Chandni Bazar ভাসানচরে রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৮:১০
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী
ভাসানচরে রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না
অনলাইন ডেস্ক

ভাসানচরে রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না

আগামী ১৫ এপ্রিলের মধ্যে ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না।’ আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে পাঠাবো। কিন্তু এখন তারা (জাতিসংঘসহ অন্যান্য সংস্থা) শর্ত দিলে সমস্যা তৈরি হবে এবং আমরা কবে পাঠাব জানি না।’

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে। যদি সবাই মনে করে যে অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাব না। সবাই যদি বলে স্বেচ্ছায় যান তবে আমরা ঘরবাড়ি তৈরি করে রেখেছি।’

এ সময় বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর  কানাডার আদালতে শুনানির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমাদের অনেকদিনের প্রচেষ্টা এবং এটি চলমান প্রক্রিয়া।’

এ ছাড়াও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সব অপরাধীদের ফেরত আনার চেষ্টা করছি।’