বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু বললেন প্রণব মুখার্জী | Daily Chandni Bazar বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু বললেন প্রণব মুখার্জী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৮:১১
বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু বললেন প্রণব মুখার্জী
অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু বললেন প্রণব মুখার্জী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাঙ্খী বলে উল্লেখ করেন। 

প্রণব মুখার্জী বলেন, তাঁর সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তাঁর প্রয়াস। 

ভারতের সাবেক এই রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃস্বন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্ম দক্ষতার পরিচায়ক। পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও প্রণব মুখার্জী উল্লেখ করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাংলাদেশের সাধারণ মানুষকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।