তারেককে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী | Daily Chandni Bazar তারেককে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৮:১৩
তারেককে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক

তারেককে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি কারণে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারেক দণ্ডিত আসামি এবং বিদেশে অবস্থান করছেন বিধায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডর সৌজন্য সাক্ষাৎ করতে এলে আইনমন্ত্রী এসব কথা বলেন।

দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে। দ্বিতীয় কারণ হিসেবে আইমমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।