জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে মানুষ | Daily Chandni Bazar জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে মানুষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯ ১৫:৫২
জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে মানুষ
অনলাইন ডেস্ক

জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে মানুষ

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে লাগা আগুন থেকে জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে আটক পড়া মানুষ। অনেকে আবার ভবনটির পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে ধোঁয়ায় ভেতরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল থেকে আনা হয়েছে এ্যাম্বুলেন্স।

এদিকে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়াও ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ১৩টি ইউনিট।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে।