নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড | Daily Chandni Bazar নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯ ১৭:৪২
নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক

নেত্রকোনার ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার পূর্বধলায় অপহরণ, নির্যাতন, হত্যা ও ধর্ষণে যুক্ত থাকার দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দেওয়া হয়েছে। পলাতক এই পাঁচ আসামি হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার , মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।

আজ বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। ২৪০ পৃষ্ঠার রায়ে উঠে এসেছে মানবতাবিরোধী অপরাধে পাঁচ রাজাকারের বিভিন্ন অপরাধের সংশ্লিষ্টতা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা নেজামে ইসলামী ও মুসলিম লীগের মত স্বাধীনতাবিরোধী দলের সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে উঠে এসেছে এ মামলার বিচারে।

রায় ঘোষণার এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।