‘সারভাইভিং ৭১’ এ কণ্ঠ দেবেন জয়া-ফারুকী | Daily Chandni Bazar ‘সারভাইভিং ৭১’ এ কণ্ঠ দেবেন জয়া-ফারুকী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯ ১৭:৫৭
‘সারভাইভিং ৭১’ এ কণ্ঠ দেবেন জয়া-ফারুকী
অনলাইন ডেস্ক

‘সারভাইভিং ৭১’ এ কণ্ঠ দেবেন জয়া-ফারুকী

স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘সারভাইভিং ৭১’ এ কণ্ঠ দেবেন অভিনেত্রী জয়া আহসান এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

চলচ্চিত্রটি নির্মাণ করছেন সনি পিকচার্চের সহযোগী প্রোডাকশন ম্যানেজার ওয়াহিদ ইবনে রেজা। তিনি বলেন, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন জয়া আহসান। অতিথি শিল্পী হিসেবে আছেন ফারুকী। আরও আছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন।

ওয়াহিদ ইবনে রেজা বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মুক্তিযুদ্ধকালে তার বাস্তব কিছু ঘটনাকে এ ছবিতে তুলে এনেছি। সেই সময় পাকহানাদার বাহিনী থেকে কীভাবে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে রেজাউল করিম যোগদান করেছিলেন সেটিই এ ছবির মূল গল্প।

 

২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘সারভাইভিং ৭১’ ছবিটি । গত ২৫ মার্চ এর টিজার অবমুক্ত হয়েছে।