১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ রাধানগর বিওপি’র রাধানগর এলাকায় বুধবার রাত আনুঃ সোয়া ৮টায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। জানাগেছে, বুধবার ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ শামসুল আলমের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের রাত আনুঃ সোয়া ৮টায় সীমান্ত পিলার ২৫৩/১২-আর হতে আনুঃ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৭৬হাজার ৮শ টাকা। এঘটনায় মাদক চোরাকারবারী পত্নীতলা উপজেলার বড়তলী এলাকার মোঃ রহিম বক্সের ছেলে মোঃ মোহাব্বত (৩৫) ও রাধানগর জামাই পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ শাহীন (২৬) কে পলাতক আসামী করে আটককৃত মালামাল সহ পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।