নির্বাচন করছেন না মাধুরী | Daily Chandni Bazar নির্বাচন করছেন না মাধুরী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯ ১৯:২৯
নির্বাচন করছেন না মাধুরী
অনলাইন ডেস্ক

নির্বাচন করছেন না মাধুরী

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, মাধুরী দীক্ষিত সম্ভবত ভারতীয় জনতা পার্টির হয়ে পুনে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু মাধুরী নিজে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

আইএএনএস-কে মাধুরী বলেন, ‘‘এটা একেবারেই গুজব। আমি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হচ্ছি না। আমার মনে হয় আমার বক্তব্য আমার অবস্থানকে যথেষ্ট স্পষ্টভাবে ব্যাখ্যা করছে।”

অভিনেত্রী আরও বলেন, ‘‘আমার মনে হয়, আমাদের মধ্যে (অভিনেতা) থেকে তিনজন এই নির্বাচনে প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন। আর আমার বিষয়টা যে তেমন নয় সেটা এতক্ষণে নিশ্চয়ই পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে।”

 

১৯৮৪ সালে ‘অবোধ' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাধুরীর। তিনি ভারতীয় মেইনস্ট্রিম সিনেমার একজন অন্যতম প্রধান মেরুদণ্ডস্বরূপ অভিনেত্রী। ‘তেজাব', ‘রাম লক্ষণ', ‘দিল', ‘বেটা', ‘হাম আপকে হে কন', ‘আঞ্জাম', ‘মৃত্যুদণ্ড', ‘দিল তো পাগল হে' থেকে দেবদাস তার বলিউডের জার্নিটা বিশাল ব্যপ্ত।

তাকে ‘গুলাব গ্যাং' সিনেমাতেও দেখা যাবে। আপাতত মাধুরী দীক্ষিত তার পরবর্তী মারাঠি কাজে ফিফটিন অগাস্ট নিয়ে ব্যস্ত। ২৯ মার্চ সেটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ‘কলঙ্ক' সিনেমাতেও দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।