অবশেষে দেশে মুক্তি পেল ‘লাইভ ফ্রম ঢাকা’ | Daily Chandni Bazar অবশেষে দেশে মুক্তি পেল ‘লাইভ ফ্রম ঢাকা’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯ ১৯:৩২
অবশেষে দেশে মুক্তি পেল ‘লাইভ ফ্রম ঢাকা’
অনলাইন ডেস্ক

অবশেষে দেশে মুক্তি পেল ‘লাইভ ফ্রম ঢাকা’

তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। ২০১৫ সালের এই ছবি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে আজ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না। প্রযোজনা করেছেন শামসুর রহমান।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবির প্রচারণা চালাচ্ছেন ছবির কলাকুশলীরা। মোস্তফা মনোয়ার লিখেছেন, ‘বসুন্ধরা সিনেপ্লেক্সে লাইভ ফ্রম ঢাকার শো টাইমগুলো হলো সকাল ১১:১০, বিকেল ৪.০০ ও সন্ধ্যা ৬.০৫।’

তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। এর মধ্যে আছে সিঙ্গাপুর, লোকার্নো, রটারডাম ও সিনেইউরোপার মতো চলচ্চিত্র উৎসব।

২০১৬ সালে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লাইভ ফ্রম ঢাকা’র প্রিমিয়ার হয়। সেখানে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পান আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

ছবিটির বিশ্ব পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্যারিসভিত্তিক স্বাধীন চলচ্চিত্রের বিপণন সংস্থা স্ট্রে ডগ।

‘লাইভ ফ্রম ঢাকা’র গল্পে দেখা যায়, নিজের জীবনযাত্রা বদলানোর জন্য ঢাকায় আসে সাজ্জাদ। শেয়ার ব্যবসার লোকসানে থমকে যায় তার জীবন। সাজ্জাদের ছোট ভাই মাদকাসক্ত হয়। বান্ধবী রেহানার সঙ্গেও সম্পর্কের অবনতি হয় তার। শুরু হয় সাজ্জাদের জীবনের নতুন সংগ্রাম।