এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা দিল নো বল বিতর্ক। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে লাসিথ মালিঙ্গার করা শেষ ওভারের একটি বল নো ডাকেননি আম্পায়ার। এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন পরাজিত ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, আইপিএলে পাড়ার ক্রিকেটের মতো ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার আসরের সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ৬ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এরসঙ্গে টানা দুই ম্যাচ হারল বিরাট কোহলির দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই। অধিনায়ক রোহিত ৪৮, সুর্যকুমার যাদবের, ৩৮, যুবরাজের ১২ বলে ২৩ এবং হার্দিক পাণ্ডিয়ার ১৪ বলে ৩২ রানের ঝড়ে এই স্কোর গড়ে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮১ রানেই থামে ব্যাঙ্গালুরু। শেষ ওভারে ঘটে নো বল নাটকের সূত্রপাত।
শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল ব্যাঙ্গালুরুর। মুম্বাইয়ের শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার শেষ ওভার থেকে ডি ভিলিয়ার্স এবং শিবম দুবে ১০ রান নিতে সক্ষম হন। শেষ বলে ম্যাচ টাই করতে ৬ রান দরকার ছিল ব্যাঙ্গালুরুর। মালিঙ্গার শেষ ডেলিভারি থেকে কোনো রান নিতে পারেননি দুবে। তবে টিভি রিপ্লেতে দেখা যায় ডেলিভারিটি নো-বল ছিল। কিন্তু সেটি এড়িয়ে যান নন-স্ট্রাইকে থাকা আম্পায়ার। ৪১ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন ডি ভিলিয়ার্স।
ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি বলেন, 'আমরা আইপিএল খেলছি, পাড়ার ক্রিকেট খেলছি না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগে এতবড় ভুল মেনে নেয়া কঠিন।'