৪০ বছর ক্রিকেট খেলেছি; আমাকে শেখাতে এসো না : ইমরান | Daily Chandni Bazar ৪০ বছর ক্রিকেট খেলেছি; আমাকে শেখাতে এসো না : ইমরান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯ ১৯:৩৮
৪০ বছর ক্রিকেট খেলেছি; আমাকে শেখাতে এসো না : ইমরান
অনলাইন ডেস্ক

৪০ বছর ক্রিকেট খেলেছি; আমাকে শেখাতে এসো না : ইমরান

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্রিকেট শেখাতে যাওয়া একটু বাড়াবাড়িই হয়ে যায়। এই বাড়াবাড়ি করতে গিয়েই 'ঝাড়ি' খেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। বিশ্বকাপের আগে পাকিস্তান জাতীয় দলের প্রস্তুতি নিয়ে পিসিবির সঙ্গে এক বৈঠকে মেজাজ হারিয়ে ইমরান বলেন, আমাকে শেখাতে এসো না! ইমরান পাকিস্তান ক্রিকেটের এই ভগ্ন অবস্থার যত দ্রুত সম্ভব পরিবর্তন চান। 

এমনিতেই পাকিস্তান দল 'আনপ্রেডিক্টেবল' হিসেবে বিশ্বে পরিচিত। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে একের পর এক ম্যাচ ও সিরিজ হেরে চলছে তারা। টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষ পাঁচের মধ্যে নেই সরফরাজ আহমেদের দল। খেলা ছেড়ে রাজনীতিতে নামলেও ক্রিকেটের খোঁজ সবসময় রাখেন ইমরান। যে কারণে পাকিস্তান দলের অবস্থা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন তিনি। যে কারণে জরুরি সভা ডাকা হয়। বুধবারের সেই সভায় নাকি পিসিবি কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন সাবেক এই অল-রাউন্ডার!

পাকিস্তানের একটি শীর্ষ গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে পিসিবি কর্মকর্তাদের তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেটে নানা রকম সমস্যা সমাধান করতে হলে পিসিবি কর্তাদের ব্যক্তিগত স্বার্থ দূরে রাখতে হবে। পিসিবি কর্তারা ইমরানকে বোঝাতে নানা যুক্তি পেশ করলে পাকিস্তানের সর্বকালের সেরা এই ক্রিকেটার নাকি সোজাসাপ্টাই বলেন, ‘৪০ বছর ধরে ক্রিকেট খেলেছি। আমাকে বোঝানোর দরকার নেই।' সভায় তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আদলে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট সাজানোর পরামর্শ দিয়েছেন।

ইমরান। মাঠ ও মাঠের বাইরে বেশ কিছুদিন ধরেই ভুগছে পাকিস্তানের ক্রিকেট। পাকিস্তানের মাটিতে এক দশক হয়ে গেল বড় কোনো দল সফরে যায়নি। আইপিএলেও খেলার সুযোগ পান না পাকিস্তানের ক্রিকেটাররা। আর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজও হচ্ছে না অনেক বছর হয়ে গেল। ইমরান এসব অচলায়তন ভেঙে যত দ্রুত সম্ভব সবকিছুর পরিবর্তন চান। এ ছাড়া জাতীয় দলে খেলোয়াড় নির্বাচনের ব্যবস্থাও ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন ইমরান। এ নিয়ে পিসিবির এক কর্তার উদ্ধৃতি প্রকাশ করেছে সংবাদমাধ্যম, ‘মানি (পিসিবির সভাপতি) প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া উন্নত করতে বোর্ড সব রকম চেষ্টাই করবে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই হেরেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে আট ম্যাচে জয় মাত্র একটি। চলতি অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক সরফরাজ আহমেদসহ শীর্ষ সাত ক্রিকেটারকেই বিশ্রামে রেখে বেশ আলোচনার সৃষ্টি করেছে পিসিবি।