ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ঢাকার বনানীতে অবস্থিত এফআর টাওয়ার তত্ত্বাবধানের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। এর আগে সব ফ্লোরে তল্লাশি শেষ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে ভবনটিতে প্রবেশ করে পুলিশের নেতৃত্বে ১৯টি টিম। ৯ জন করে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতি ফ্লোরের মালিকদের দুইজন প্রতিনিধি, প্রতিটি অফিসের দুইজন করে প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রতি টিমে মোট ১৫ জনের মতো সদস্য রয়েছেন। সবমিলিয়ে দুই শতাধিক ব্যক্তি ভবনে প্রবেশ করেছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, ভবনটির বিভিন্ন অফিসে কোনো মূল্যবান মালামাল থাকলে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ বা মালিকদের কাছে বুঝিয়ে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।