ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। দেশটির লোকসভা নির্বাচন সামনে রেখে আগামী ৫ এপ্রিল দেশটিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সম্প্রতি ইউটিউবে ছবিটির ট্রেইলার প্রকাশের পর বলিউডসহ ভারতজুড়ে এখন ছবিটিকে ঘিরে আলোচনা-সমালোচনা।
নির্বাচনের আগে ছবিটি মুক্তি দেয়া হলে এটি ভোটারদের প্রভাবিত করবে অভিযোগ তুলে ছবিটির মুক্তি পিছিয়ে দেয়ার দাবিও জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ছবিটিতে মোদির চরিত্রে দেখা যাবে অভিনেতা বিবেক ওবেরয়কে।
চা বিক্রেতা থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। কাল্পনিক মনে হলেও গল্পটা সত্যি। আর সেই গল্পের নায়ক ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার সেই জীবন কাহিনীই এবার বড় পর্দায় দেখতে পাবেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীরা। ছবিটিতে উঠে এসেছে সন্ন্যাসী হতে চাওয়া এক বালক কিংবা ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ - আরএসএস' এর প্রশিক্ষক থেকে গুজরাটের চার চারবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী। পরবর্তীতে সবাইকে তাক লাগিয়ে যিনি হন ভারতের ১৬তম প্রধানমন্ত্রী।
'পিএম নরেন্দ্র মোদি' ছবিটির সবচেয়ে বড় চমক, এতে মোদির চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। এছাড়াও, ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন, বোমান ইরানি, রাজেন্দ্র গুপ্ত, মনোজ জোসিসহ আরও অনেকে।
পিএম নরেন্দ্র মোদি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমাং কুমার। আর প্রযোজনা করেছেন সন্দীপ সিং।
আগামী ১২ই এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, লোকসভা নির্বাচনের কারণে তা এক সপ্তাহ এগিয়ে আনা হয়। লিজেন্ড গ্লোবাল স্টুডিওর ব্যানারে বলিউডসহ বিশ্বব্যাপী রূপালি পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী ৫ই এপ্রিল।