দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনটা ভাল হয়নি। কেননা, মেসির ফেরার ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে তার দল আর্জেন্টিনা।
আর ওই ম্যাচে ইনজুরিতে পড়ে আবারও দল থেকে ছিটকে গেছেন ফুটবল সুপারস্টার মেসি।
এরপর থেকে আবারও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে মেসিকে নিয়ে। খোদ আর্জেন্টাইনরাই তার সমালোচনায় মুখর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেসি নিজেও।
বুয়েনেস এইরেসের রেডিও এফএম ৯৪৭কে দেয়া সাক্ষাৎকারে ছোট ম্যাজিসিয়ান বলেন, আমার ফেরা নিয়ে অনেকেই সমালোচনায় বুঁদ। আমার ছয় বছর বয়সী ছেলেও সেটা জানে। সে আমাকে জিজ্ঞেস করে-বাবা, আর্জেন্টিনায় তোমাকে ওরা কেন খুন করতে চায়? আমি তাকে বলেছি, মুষ্টিমেয় লোক এটা চায়। বরাবরই আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছি। সেটি নতুন করে প্রমাণের কিছু নেই।