ঐক্যফ্রন্টের মানববন্ধন কর্মসূচি স্থগিত | Daily Chandni Bazar ঐক্যফ্রন্টের মানববন্ধন কর্মসূচি স্থগিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯ ১৯:৩৪
ঐক্যফ্রন্টের মানববন্ধন কর্মসূচি স্থগিত
অনলাইন ডেস্ক

ঐক্যফ্রন্টের মানববন্ধন কর্মসূচি স্থগিত

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে  শনিবার (৩০ মার্চ)-এর পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘‘আজ শনিবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ঐক্যফ্রন্ট মানবন্ধন করার কথা ছিলো। কিন্তু বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক মানুষ হতাহত হওয়ায় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নির্মান কাজ শুরু হওয়ায় আমরা এই কর্মসূচি আপতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরে সুবিধাজনক সময় এ কর্মসূচি করব।”

গত ২২ মার্চ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে ৩০ মার্চ ঢাকায় মানবন্ধন করার কর্মসূচি ঘোষণা করেছিলো জাতীয় ঐক্যফ্রন্ট।