আইপিএলে কনিষ্ঠ ক্রিকেটারের অভিষেক | Daily Chandni Bazar আইপিএলে কনিষ্ঠ ক্রিকেটারের অভিষেক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯ ২০:০০
আইপিএলে কনিষ্ঠ ক্রিকেটারের অভিষেক
অনলাইন ডেস্ক

আইপিএলে কনিষ্ঠ ক্রিকেটারের অভিষেক

প্রাথমিক ভাবে নিলামে নাম ছিল না ১৬ বছরের ছেলে প্রয়াসের। নিলাম শুরু হওয়ার আগ মুহূর্তে বিসিসিআই সিএবিকে জানায় প্রয়াসের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কথা। এরপর বোর্ডের কাছে নাম যায় এই বঙ্গ স্পিনারের। বাকিটা ইতিহাস। ডিসেম্বরের মাঝামাঝি আইপিএল নিলামে ১.৫ কোটি টাকায় কোহলির দলে অন্তর্ভুক্ত হন বাংলার প্রয়াস রায় বর্মন।

দলে সুযোগ পেয়েছিলেন আগেই। রবিবাসরীয় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেক হয়ে গেল এই স্পিনারের। প্রয়াস তো অপেক্ষায় ছিলেনই, পাশাপাশি প্রথম একাদশে প্রয়াসের সুযোগের অপেক্ষায় প্রহর গুণছিলেন ক্রিকেট অনুরাগীরা।

অবশেষে তৃতীয় ম্যাচেই সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। আইপিএলের কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কোহলির দলে প্রথম একাদশে পশ্চিমবঙ্গের প্রয়াস রায় বর্মন। ১৬ বছর ১৫৭ দিনে আইপিএলে অভিষেকের সঙ্গে সঙ্গে কিশোর এই ক্রিকেটার পিছনে ফেললেন আফগান ক্রিকেটার মুজিব-উর রহমানের ১৭ বছর ১১ দিনে আইপিএল অভিষেকের নজির।
 
আইপিএল নিলামে ডাক পাওয়ার পর থেকেই প্রয়াসকে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে উৎসাহী মিডিয়া। তবে দুর্গাপুরে বেড়ে ওঠা এই ক্রিকেটার অপেক্ষায় ছিলেন ফ্র্যাঞ্চাইজি দলে যোগদান করে কোহলির সান্নিধ্যের অপেক্ষায়। কারণটা অবশ্যই প্রয়াসের রোল মডেল জাতীয় দলের অধিনায়ক তথা ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি দলনেতা বিরাট কোহলি। এমনকি ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে প্রয়াস রয়্যাল চ্যালেঞ্জার্সের ফলোয়ার।

 

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বিরাট কোহলি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে এদিন একটিমাত্র পরিবর্তন করে ব্যাঙ্গালোর থিঙ্ক-ট্যাঙ্ক। নভদীপ সাইনির পরিবর্তে সুযোগ দেওয়া হয় বাংলার প্রয়াসকে। 

ফ্র্যাঞ্চাইজি লিগে রোল মডেল কোহলির দলে সুযোগ পাওয়ার আগে অনুর্ধ্ব ১৯ ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন দমদম নাগেরবাজারের বাসিন্দা প্রয়াস। এখন দেখার কোহলির দলে প্রথম সুযোগে বাজিমাৎ করতে পারে কিনা এই কিশোর।