গত এক বছর ধরেই নানা বিতর্ক-কেলেঙ্কারিতে জর্জরিত শ্রীলঙ্কান ক্রিকেট। দেশের ক্রিকেটের গায়ে আবার নতুন করে কলঙ্কের কালিমা লেপন করলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে।
মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেফতার হয়েছেন তিনি। নেমে আসতে পারে শাস্তি-জরিমানাও। এমনকি নিষিদ্ধও হতে পারেন তিনি!
এই তো কিছুদিন আগেই নড়বড়ে দল নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছেন করুণারত্নে। এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে করুণারত্নের শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার ওই সাফল্যের পুরস্কার হিসেবে আসন্ন বিশ্বকাপেও শ্রীলঙ্কা করুণারত্নের নেতৃত্বেই খেলতে পারে!
কিন্তু নিজেই সেই সম্ভাবনার কবর খুঁড়লেন করুণারত্নে। ৩১ ছুঁইছুঁই করুণারত্নে কলঙ্কিত ঘটনা ঘটিয়েছেন আজ ভোরে। শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে। আকণ্ঠ মদ্যপান করে বেসামাল হয়ে পড়েছিলেন। এই বেসামাল অবস্থাতেই নিজের রেঞ্জ রোভার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ফল যা হওয়ার তাই হয়েছে।
নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি নিজের গাড়িটা তুলে দেন একটি তিন চাকার গাড়ির ওপর। করুণারত্নের গাড়ির ধাক্কায় আহত হন ওই তিন চাকার গাড়ির চালক। তাকে দ্রুতই স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। এবং করুণারত্নকে গ্রেফতার করে পুলিশ। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বটে। তবে শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, ওই চালকের আঘাতটা তেমন গুরুতর নয়।
তাতে অবশ্য করুণারত্নের রেহাই মিলছে না। সঙ্গে সঙ্গেই বোরেল্লার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।
আদালত শ্রীলঙ্কার হয়ে ৬০টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলা করুণারত্নের জামিন মঞ্জুর করেছেন। ফলে এখন তিনি মুক্ত। তবে আগামী সপ্তাহে তাকে আবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দুর্ঘটনাটি যেহেতু ঘটিয়েছেন মাতাল অবস্থায়, ফলে শাস্তি তাকে পেতেই হবে। ধারণা করা হচ্ছে, তাকে জরিমানা করতে পারে আদালত। আদালতের রায়ের পরই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।