প্রথম ম্যাচে একাদশে ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ছিটকে যান সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। বল হাতে ৩ ওভার ৪ বল বোলিং করে ৪২ রান দেন তিনি।
শেষ ওভারে বোলিং করতে এসে হজম করেন দুই ছক্কা। পুরো ইনিংসে তার বলে ৫ টি ছক্কা মারে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। ম্যাচটি ছয় উইকেটে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম ম্যাচে চোটের কারণে বাদ পড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেন সাকিব আল হাসানের জায়গায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে উইলিয়ামসনকে জায়গা করে দিতে বাদ পড়েন সাকিব। সেই উইলিয়ামসনও নেই দলে। উইলিয়ামসন জায়গায় হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার। প্রথম ম্যাচেও উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
আজ কেন উইলিয়ামসনের জায়গায় একাদশে জায়গা হয়েছে আফগান তারকা অল-রাউন্ডার মোহাম্মদ নবী। ব্যাট হাতে নেমে দুর্দান্ত শুরু করেছেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৫৯ রান করেছে হায়দরাবাদ।