ভারতের দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে তীরে এসে তরী ডুবল নাইটদের। আইপিএলের দ্বাদশ মৌসুমের প্রথম সুপার ওভারে হারতে হলো কলকাতাকে। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল দিল্লি।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১০ রান করে দিল্লি ক্যাপিটাল্স ৷ অর্থাৎ জয়ের জন্য কেকেআরের সামনে টার্গেট ১ ওভারে ১১ রান। ১ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করতে পারে কেকেআর ৷ দিল্লির কাগিসিও রাবাদা সুপার ওভারে বুদ্ধিদীপ্ত বল করেন।
এর আগে ২০ ওভারের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির ক্যাপ্টেন। শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল কলকাতাকে। এই ধাক্কা সামলে ব্যাটিংয়ের হাল ধরেন দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। মাত্র ২৮ বলে ৬২ রান করে আউট হন রাসেল। ৩৬ রলে ৫০ কান করেন কার্তিক। তাদের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করে কেকেআর।
টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে দিল্লি। ফলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। দিল্লির পক্ষে পৃথ্বী শাহ ৯৯ রান করেন।