বিরতি শেষে প্রথম ম্যাচেই জয় পেল ম্যানইউ | Daily Chandni Bazar বিরতি শেষে প্রথম ম্যাচেই জয় পেল ম্যানইউ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯ ২০:০৪
বিরতি শেষে প্রথম ম্যাচেই জয় পেল ম্যানইউ
অনলাইন ডেস্ক

বিরতি শেষে প্রথম ম্যাচেই জয় পেল ম্যানইউ

কোচ হিসেবে কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে স্থায়ীভাবে নিয়োগ হয়েছে ওলে গুনার সুলসারের। এরপর আন্তর্জাতিক বিরতি শেষে প্রথম ম্যাচেই ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে তার শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল ম্যানইউকে শুরুতে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। বিরতির পর ব্যবধান দিগুণ করেন অ্যান্থনি মার্শিয়াল। ম্যাচের শেষদিকে এক গোল হজম করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৮তম মিনিটে রাশফোর্ডের দারুণ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মাঝমাঠ থেকে লুক শয়ের লম্বা করে বাড়ানো বল নিয়ে ওয়াটফোর্ডের জালে বল পাঠান তিনি। ম্যাচের ৩২ মিনিটে মার্শিয়াল ব্যবধান দিগুণ করার সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি।

 

বিরতির পর ম্যানইউর রক্ষণে কিছুটা চাপ বাড়ালেও ম্যাচের ৭২ মিনিটে উল্টো গোল হজম করে বসে ওয়াটফোর্ড। জেসে লিনগার্ডের নিচু ক্রস থেকে দ্বিতীয় দফার প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। ম্যাচের ৯০তম মিনিটে ফ্রান্সের আবদৌলাইয়া ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ম্যানইউর।

লিগে এ জয়ের পর ৩১ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।