পুরনো অপকর্মের জন্য নোটিশ পেলেন হার্দিক-রাহুল | Daily Chandni Bazar পুরনো অপকর্মের জন্য নোটিশ পেলেন হার্দিক-রাহুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০১৯ ১৮:১৭
পুরনো অপকর্মের জন্য নোটিশ পেলেন হার্দিক-রাহুল
অনলাইন ডেস্ক

পুরনো অপকর্মের জন্য নোটিশ পেলেন হার্দিক-রাহুল

ভারতের জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণ' এ এসে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুল। যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষের মুখে পড়েন এই দুই ক্রিকেটার। প্রথমে শোকজ করা হয়। তারপর বিদেশ সফর থেকে ফিরিয়ে এনে নির্বাসনে পাঠানো হয় তাদের। এরপর নিষেধাজ্ঞা স্থগিত হওয়া দুজনেই অবশ্য ক্রিকেটে ফিরেছেন। তবে পুরনো সেই পাপ এখনও তাদের পিছু ছাড়ছে না। চলতি আইপিএলের মাঝেই অ্যামবুডসম্যানের নোটিশ পেয়েছেন দুজন।

হার্দিক-রাহুলের বিচার করতে ভারতীয় বোর্ডের নবনিযুক্ত অম্বুডসম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন জানান, 'গত সপ্তাহেই দুই ক্রিকেটারকে নোটিশ পাঠানো হয়েছে। 'কফি উইথ করণ' শোতে বিতর্কিত মন্তব্য করায় জবাবদিহি চাইতেই দুই ক্রিকেটারকে ডেকে পাঠনো হয়েছে।'

নিরপেক্ষ বিচারের জন্য বিতর্ক নিয়ে হার্দিক-রাহুলের পক্ষের মতামতও শুনতে চান জৈন। সেকারণেই তাদের ডেকে পাঠানো হয়েছে। নতুন অম্বুডসম্যান নিয়োগের পর হার্দিক-রাহুলকে নিয়ে তৈরি বিতর্কের তদন্ত্যর জন্য জৈনের হাতেই দায়িত্ব দেয় বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স প্যানেল।

প্রসঙ্গত আইপিএলে এখন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে দারুণ ফর্মে রয়েছেন দুই ক্রিকেটার। সেক্ষেত্রে আইপিএলের ব্যাস্ত সূচির মাঝে বোর্ডের অম্বুডসম্যানের তলবে  হার্দিক-রাহুল কীভাবে সারা দেবেন সেটাও একটা প্রশ্ন। ১০ এপ্রিল মুম্বাইয়ে মুখোমুখি হচ্ছে মুম্বাই-পাঞ্জাব। মনে করা হচ্ছে সেই ম্যাচের পর ১১ এপ্রিল মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে অম্বুডসম্যানের সঙ্গে দেখা করতে পারেন হার্দিক-রাহুল।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রচারিত 'কফি উইথ করণ' টিভি শোতে হার্দিক বলেছিলেন, কোনো পার্টিতে গিয়ে তিনি মেয়েদের শরীরের 'নড়াচড়া' লক্ষ করেন। তাছাড়া প্রথম 'ভার্জিনিটি' হারানোর দিন তিনি বাড়িতে এসে বাবা-মাকে জানান যে, 'আজ করে এসেছি'! আর লোকেশ বলেন, ১৮ বছর বয়সে তার ঘরে কনডম পেয়ে তার মা ভয়ানক রেগে গিয়েছিলেন। তবে তার বাবা নাকি এটা দেখে ছেলের পিঠ চাপড়ে দিয়েছিলেন!