কেন বারবার এই অখ্যাত পেসারের শিকার হন কোহলি? | Daily Chandni Bazar কেন বারবার এই অখ্যাত পেসারের শিকার হন কোহলি? | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০১৯ ১৮:১৯
কেন বারবার এই অখ্যাত পেসারের শিকার হন কোহলি?
অনলাইন ডেস্ক

কেন বারবার এই অখ্যাত পেসারের শিকার হন কোহলি?

বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামলেই প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপুনি ধরে যায়। তাকে কীভাবে আউট করা যাবে তা নিয়ে প্রচুর ছক কষতে হয়। কিন্তু তারপরেও একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান। কিন্ত আইপিএলে কোহলির সবচেয়ে বড় শত্রু সম্ভবত সন্দীপ শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের অখ্যাত এই পেসারের বলে বারবার আউট হন তিনি। গতকালও তার বলেই শেষ হয়েছে কোহলির ইনিংস। এ নিয়ে আইপিএলে ৬ বার ভারত অধিনায়ককে আউট করলেন তিনি।

কীভাবে কোহালির দুঃস্বপ্ন হয়ে উঠলেন, তা নিয়ে সাংবাদিকদের কাছে একটি শব্দও খরচ করেননি ডানহাতি মিডিয়াম পেসার সন্দীপ। তাকে ছাড়া কোহালিকে এতবার আউট করেছেন মাত্র একজন- আশিস নেহরা। ভারতের সাবেক পেসার এখন ব্যাঙ্গালুরুর বোলিং কোচ। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে ৮ ওভার বল করে ৮০ রান খরচ করেছিলেন সন্দীপ। পেয়েছিলেন একটিমাত্র উইকেট।

রবিবার ৩.৫ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট তাঁরই ঝুলিতে। সপ্তম ওভারেই কোহালিকে ফিরিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ম্যাচে ফেরান তিনি। প্রথমে ব্যাট করে জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের ঝড়ে পাহাড়প্রমাণ রান করে সানরাইজার্স। তাদের জবাব দিতে নেমে ১০ বলে মাত্র ৩ রান করেই বিদায় নিতে হয় কোহালিকে।

ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় ফিরলেই কোহালিকে অদ্ভুত সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নামের পাশে 'চোকার্স' বদনাম পাকাপাকি যুক্ত হয়ে গেছে। একের পর এক হতশ্রী পারফরম্যান্স করে ভক্তদের হতাশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স। গৌতম গম্ভীরের মতো সাবেক ক্রিকেটারদের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছেন কোহালি। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এবং সফল অধিনায়ক কোহলির নেতৃত্বে তার আইপিএল দল কেন বারবার ব্যর্থ হচ্ছে; তার কারণও হয়তো খুঁজে পাচ্ছেন না তিনি।