আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চায় বিসিবি | Daily Chandni Bazar আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চায় বিসিবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০১৯ ১৮:২১
আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চায় বিসিবি
অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চায় বিসিবি

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। আগামী ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই সফরের আগে আয়ারল্যান্ড বোর্ডকে তাদের নিরাপত্তা পরিকল্পনা পাঠাতে বলেছে বিসিবি।

বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনার পরের পরিস্থিতিতে সুনির্দিষ্ট নিরাপত্তা-পরিকল্পনার ব্যাপারে আগের চেয়ে বেশি সচেতন হয়েছে বিসিবি। ২০১৭ সালের আয়ারল্যান্ড সফরের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে বাড়তি কিছু আশা করছে বাংলাদেশ।

গতকাল রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, এখন থেকে বাংলাদেশ দল যে দেশেই খেলতে যাক না কেন, মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা না করলে খেলতে যাবে না।