পুলিশের নয় ডিআইজি বদলি | Daily Chandni Bazar পুলিশের নয় ডিআইজি বদলি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০১৯ ১৯:৩৩
পুলিশের নয় ডিআইজি বদলি
অনলাইন ডেস্ক

পুলিশের নয় ডিআইজি বদলি

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, গত বছরের নভেম্বরে এই পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচালকের দায়িত্ব পালন করে আসা মো. ময়নুল ইসলামকে পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি করে টাঙ্গাইলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রোকন উদ্দিনকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে ডিআইজি হিসেবে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার টিএন্ডআইএম এর অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের ডিআইজি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি করে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব।

ডিএমপির যুগ্ম-কমিশনার ইমতিয়াজ আহম্মেদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ- মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মো. মাইনুল হাসানকে সিআইডির ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করেছে সরকার।