আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখল টিম ইন্ডিয়া। এ নিয়ে টানা তিন বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ মর্যাদা ধরে রাখায় এক মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাচ্ছেন কোহলিরা। যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪৪ লাখ টাকা।
জানা গেছে, র্যাংকিংয়ে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে ভারত। আর ১০৮ রেটিং নিয়ে দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এছাড়া ১০৫ রেটিং নিয়ে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা।
এই পুরস্কার পেয়ে ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, আইসিসি চ্যাম্পিয়নশিপের দণ্ড ধরে রাখতে পেরে আমরা গর্বিত। তিন ফরম্যাটেই আমাদের দল ভালো করছে। তবে টেস্টে ভালো করতে পারলে আলাদা আনন্দ পাওয়া যায়। আমরা জানি, টেস্ট ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ। সেরারাই এখানে ভালো করতে পারে।
কোহলি আরো বলেন, আমাদের দল ভারসাম্যপূর্ণ। তিন বিভাগেই গভীরতা অনেক। এটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে রাখবে ভারতকে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মুখিয়ে আছি। আশা করি, ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে নতুনমাত্রা যোগ করবে এ মহাযজ্ঞ।