বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'দুলাভাই জিন্দাবাদ'। শাহীন সরকারের গল্প ভাবনা ও পরিচালনায় নাট্যরূপ দিয়েছেন মানস পাল।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের নাম মনোহরপুর। হুমায়ুন সওদাগর এলাকার একজন সৎ পাট ব্যাবসায়ী। তার সাত মেয়ে। পুত্র আশায় একে একে সাত মেয়ের পর স্ত্রী হাসনা হেনা স্বল্প রোগ ভোগে মারা যাওয়ায় সংসার আর বড় হতে পারেনি। ফুলের নামেই হাসনা হেনা তার মেয়েদের নাম রেখে গেছেন। বড় মেয়ের নাম শেফালি, মেজ মেয়ের নাম বকুল, এরপর বয়সের ক্রমানুসারে বেলী, জুঁই, জবা, শিউলি ও চাঁপা। বড় মেয়ে শেফালির বিয়ে দিতে হুমায়ূনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।
বিয়ের সময় শর্ত ছিল ছেলেকে অবশ্যই ঘরজামাই থাকতে হবে। বর্তমান জামানার ছেলেরা ঘরজামাই থাকতে একেবারেই নারাজ তাই অনেক কষ্টে পাশের গ্রামের কুদ্দুসকেই তাকে বেছে নিতে হয়েছে। কুদ্দুস খুব রসিক এবং প্রাণ খোলা মানুষ। সারাক্ষণ হই-হুল্লোড়ের সহিত থাকতে পছন্দ করে সে। তার প্রধান কাজ হল শ্বশুরের ধন-সম্পদের তদারকি করা এবং শালীদের দিকে খেয়াল রাখা যেন তারা গোল্লায় না যায়। কুদ্দুসের শালীদেরকে নিয়ে মজার মজার সব ঘটনার মধ্যে দিয়ে গল্প সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
নাটকে অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামিম, অহনা।
প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে।