'পাগল মন মন রে, মন কেন এতো কথা বলে’ জনপ্রিয় এই গানের গীতিকার আহমেদ কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার চরখালী গ্রামে নিজ বাসভবনে মারা যান।
পাগল মন গানটি ছাড়াও অনেক গানের গীতিকার তিনি। তার লেখা বইয়ের সংখ্যা অর্ধশত। উল্লেখযোগ্য বইগুলো হলো- ‘ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু’, ‘ফুলগুলো পথে পথে’, ‘একটি হৃদযন্ত্রের ভ্রমণ কাহিনী’। তার সম্পাদিত ছড়া পত্রিকা ‘ছড়ার আসর’ ব্যাপক আলোচিত ছিল।
তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ বেতার ও ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নজরুল সম্মাননা, আমরা করবো জয় সম্মাননা, সাউন্ডবাংলা গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, স্বপ্নালোক স্বর্ণকলম সম্মাননা, ওসমানী পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার।