লন্ডনে একের পর এক ঘটছে ছুরি হামলার ঘটনা | Daily Chandni Bazar লন্ডনে একের পর এক ঘটছে ছুরি হামলার ঘটনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০১৯ ১৯:৫১
লন্ডনে একের পর এক ঘটছে ছুরি হামলার ঘটনা
অনলাইন ডেস্ক

লন্ডনে একের পর এক ঘটছে ছুরি হামলার ঘটনা

গত চারদিনে লন্ডনে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার লন্ডন পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। পাঁচজনের মধ্যে চারজনকেই লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যাডমন্টন এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার বিশ্বাস, ছুরিকাঘাতের ঘটনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনা। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ছুরিকাঘাতকারীদের কোনো সংযোগ নেই।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এছাড়া মঙ্গলবার সকালে যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রধান লিউক মার্কস বলেন, এই সপ্তাহে যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে আমি সজাগ রয়েছি এবং এই সম্প্রদায়ের মানুষের জন্য উদ্বিগ্নও হয়ে পড়েছি। এই ঘটনাগুলো দেখে যে কোনো বিপদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত এই ঘটনাগুলো কোনোকিছুর সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়নি। তবে এ ধরনের ঘটনা জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়াবে।