সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল | Daily Chandni Bazar সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০১৯ ১৯:৩৬
সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল
অনলাইন ডেস্ক

সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বুধবার এক আদেশের মাধ্যমে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংসদ শুরুর দিন এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত ১১ মার্চ শেষ হয় সংসদের প্রথম অধিবেশন। গত ৩০ জানুয়ারি এই অধিবেশনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে একাদশ সংসদ। অধিবেশন শুরুর দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে।