ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। দলের দুর্দান্ত ফর্ম এবং হোম কন্ডিশনের কারণে এবারের বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য দারুণ সুযোগ হিসেবে মনে করছেন দলটির মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস।আগামী ৩০ মে শুরু হতে যাওয়া দ্বাদশ বিশ্বকাপে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় গার্ডিয়ান পত্রিকাকে হেলস বলেন, 'হ্যাঁ, আমি এ জন্যই মাঠে নামতে যাচ্ছি। জয়ের প্রশ্নে আমি আবারও বলব 'হ্যাঁ, আমরাই শিরোপা জিততে যাচ্ছি'। যেকোনো সময়ের চেয়ে আমি এবার বেশি এক্সাইটেড। প্রকৃত অর্থেই মনে করছি আমরা বিশেষ কিছু করতে যাচ্ছি।'
২০১৫ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। তবে তারপর থেকে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে দলটি। যা থেকে ৫০ ওভার ফরম্যাটে তাদের শক্তির প্রমাণ পাওয়া যায়। গত বিশ্বকাপের পর বিশেষ করে নিজ মাঠে দলটি অত্যন্ত শক্তিশালী। এ সময়ে নিজ মাঠে ৪২ ওয়ানডের মধ্যে ৩০টিতে জিতেছে তারা। পরাজিত হয়েছে মাত্র ৯টিতে।
ইংল্যান্ড দলের সাফল্যের রূপকথার গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন হেলস। গত বিশ্বকাপের পর ৯৭.৭২ স্ট্রাইক রেটে ৪০.৫২ গড়ে ২২২৯ রান করেছেন তিনি। ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডেরে সেরা একাদশে নিশ্চিতভাবেই থাকবেন এই মারকুটে ওপেনার। তবে টেস্ট ক্রিকেটে ঠিক তার বিপরীত চিত্র তার ব্যাটে। ১১ টেস্টে ২৭.২৮ গড়ে হেলসের রান ৫৭৩। ২০১৬ সালে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।
তবে ক্রিকেটের লংগার ভার্স নিয়েও বিচলিত নন হেলস। তিনি বলেন, 'আমি মনে করি, একজন লড়াকু খেলোয়াড়ই সত্যিকারের বিশ্বমানের হতে পারে এবং তিন ফরম্যাটেই খেলতে পারে। আমি তাদের মধ্যে নেই। তবে সাদা বলে আমি এটা পারি বলে মনে করছি।'