বার্সার প্রস্তাবে 'না' বলেছিলেন অখ্যাত এই ফুটবলার! | Daily Chandni Bazar বার্সার প্রস্তাবে 'না' বলেছিলেন অখ্যাত এই ফুটবলার! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০১৯ ২০:০৩
বার্সার প্রস্তাবে 'না' বলেছিলেন অখ্যাত এই ফুটবলার!
অনলাইন ডেস্ক

বার্সার প্রস্তাবে 'না' বলেছিলেন অখ্যাত এই ফুটবলার!

খেলার মাঠে তিনি স্ট্রাইকার। ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা এমনকী ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। তবে সেসব উদিনেসে, ওয়াটফোর্ড ও গ্রানাডার মতো ছোটখাট দলের হয়ে। যে কারণে নাইজেরিয়ার স্ট্রাইকার ওদিওন ইগহালো খুব একটা পরিচিত নন। তারকাখ্যাতিও পাননি। ক্যারিয়ারের শেষ সময়ে খেলছেন চাইনিজ লিগে। অথচ এই ওদিওনকেই নাকি দলে নিতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা; কিন্তু ফুটবলার স্বয়ং 'না' বলে দিয়েছেন!

আশ্চর্যজনক হলেও ঘটনা নাকি সত্যি। ওদিওন ইগহালো নিজেই এক সাক্ষাতকারে বলেছেন, 'আমাকে একদিন আমার এজেন্ট বলল, বার্সা আমাকে ৬ মাসের জন্য ধারে দলে নিতে চায়। তারা এমন কাউকে চায় যে স্প্যানিশ ফুটবলটা বোঝে ও স্প্যানিশ লিগে খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু চুক্তিটা মাত্র ৬ মাসের আর সুয়ারেজের বিকল্প স্ট্রাইকার হিসেবে খেলতে হবে। মূল স্ট্রাইকার হিসেবে না।'

তিনি আরও বলেন, 'বার্সেলোনা আমাকে দলে নিতে চাচ্ছে, অনেক ভালো লেগেছিল এটা শুনে। যেকোনো খেলোয়াড়ের কাছেই এটা স্বপ্নের মতো বিষয়। কিন্তু তখন আমি সবেমাত্র চাইনিজ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছি। আমার মনে হয়েছিল, আমি এর থেকেও ভালো চুক্তি পাওয়ার যোগ্যতা রাখি।'

ঘটনা যে সত্যই তার প্রমাণ আছে বার্সেলোনাতেই। ইগহালো অস্বীকৃতি জানানোর পর  সাসসুয়োলো থেকে ঘানার স্ট্রাইকার কেভিন প্রিন্স বোয়াতেংকে ৬ মাসের ধারে দলে টানে কাতালান জায়ান্ট ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনায় না গিয়ে চাইনিজ ক্লাব চাংচুং ইয়াতাই থেকে আরেক চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়াতে তিন বছরের চুক্তিতে যোগ দেন নাইজেরিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা ইগহালো। তিনি জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচ খেলে ১১ গোল করেছেন। আর স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে ১২১ ম্যাচে করেচেন ৩৩ গোল।